মস্তিস্কে রোগের আকস্মিক আক্রমনে চেতনা ও চলতশক্তির লোপ পাওয়াকেই স্ট্রোক বলে। বয়স বাড়ার সাথে সাথে স্ট্রোক ভীতিও মানুষের মধ্যে বেড়ে যায়। যে সকল রোগী উচ্চ রক্ত চাপের চিকিৎসা করান না তাদের স্ট্রোকের ঝুকি অন্যদের তুলনায় পাঁচ গুন বেশি ।ধূমপান, ডায়াবেটিস রোগ,যাদের হার্ট বিট বেশি, যারা বেশি মোটা তাদের স্ট্রোকের ঝুকি বেশি। অতিরিক্ত মদ্যপান ও মাথায় আঘাতজনিত কারনেও স্ট্রোক হতে পারে।
উপসর্গ
১। শরীরের কোন একটি অংশে অবশ ভাব দেখা দিতে পারে।
২। ব্রেইন আক্রমনের কারনে অবশভাব দেখা দেয় এবং উপসর্গ দেখা দেয়। যেমন মুখের একদিক এর মাংস দুর্বল বা ক্ষীণ হয়ে পড়ে বা কথা বলতে বেধে যায়।
৩। জিহবার উপর নিয়ন্ত্রন না থাকা। কথা বলতে না পারা।
৪। আবার যা হচ্ছে তা বুঝতে না পারা।
৫। আক্রান্ত রোগী চোখে ঝাপসা দেখতে পারে, একটি বস্তুকে দুটি দেখা। একটি এর পাশে বা উপরে আরেকটির প্রতিবিম্ব দেখা।
৬। এমনকি হাঁটতে গিয়ে হঠাৎ গড়িয়ে পড়া বা পা উঠাতে না পারা।
ডাঃ রফিক আহমেদ
কন্সালট্যান্ট ও রেজিষ্টার, মেডিসিন বিভাগ
ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতাল।
( তথ্য সুত্রঃ লেখকের “আপনার ঘাতককে চিনুন” বই থেকে নেওয়া )