ধাঁধাসমূহ ১। জল শব্দটির পাশাপাশি, রাখলে তারে পাই। পাওয়া সেই ফলটির নাম, বলুন তকি ভাই? ২। এক গাছে এক বুড়ি চোখ তার বার কুড়ি। চোখ না কেটে খেলে গলায় লাগে যে সুড়সুড়ি। ৩। কালিদাস পন্ডিতের বাল্যকালের কথা নয় লক্ষ তেঁতুল গাছের কয় লক্ষ পাতা। ৪। কালো থাকে ছোটবেলায় যৌবনে হয় লাল। বুড় হলে শাদা হয়, এই তার হাল। ৫। লম্বা সাদা দেহ তার মাথায় টিকি রয়, টিকিতে আগুন দিলে দেহ তার ক্ষয়। ৬। পানিতে জন্ম পানিতে বাস, পানিতে পড়লে সর্বনাশ। ....
আসুন শিখি মজার ধাঁধা (পর্ব-২২)
প্রকাশিত ৬ এপ্রিল, ২০১৮ | আপডেট: ২৮ ফেব্রুয়ারী, ২০২১ Basic Article