বোরো ধান বোরো ধানের বীজতলার যত্ন শীতকালে বোরো ধানের বীজতলায় চারার যত্ন নিতে হবে। বিশেষ করে প্রচণ্ড ঠাণ্ডায় যাতে চারাগুলোর বাড়বাড়তি ঠিকমতো হয় সেজন্য চারার বৃদ্ধির বিষয়ে খেয়াল রাখতে হবে।এ সময় স্বল্প পরিমাণ ইউরিয়া সার এবং জিপসাম সার বীজতলায় প্রয়োগ করলে সুফল পাওয়া যায়। এছাড়া শুষ্ক বীজতলার মাধ্যমে চারা উৎপাদন করলে শীতের প্রকোপ থেকে চারাকে রক্ষা করা যায়। শুষ্ক বীজতলায় চারার বাড়বাড়তিও ভালো হয়। আর লবণাক্ত প্রবণ এলাকায় ব্রি ধান৪৭ এবং ব্রি ধান৬১ চাষাবাদ ক....
পৌষ মাসের কৃষি বিষয়ক করণীয়
- বোরো ধান
- বোরো ধানের জমিতে চারা রোপণ
- গম
- ভুট্টা
- আলু
- আলুর পরিচর্যা
- তুলা
- ডাল ও তেল ফসল
- শাকসবজি
- গাছপালা
- প্রাণিসম্পদ
- মৎস্যসম্পদ
