১. আমি যাকে মামা বলি, বাবাও বলে তাই, ছেলেও মামা বলে, মাও বলে তাই। ২. আমি যখন এলাম, কেন তুমি এলেনা তুমি যখন এলে, কতো কি খেলে, একবার গেলে, ফের তুমি এলে, কিন্তু হায়! বৃদ্ধাকালে তুমি ছেড়ে গেলে। ৩. আট চালা ঘর তার, একটিই খুটি, ঘর বন্ধ করতে হলে, তার টিপতে হয় টুটি। ৪. আট পায়ে চলি আমি, দিবা রাত্র ধরে। জালেই বসে করছি শিকার, জালটা যেই নড়ে। ৫. আট পায়ে চলি আমি, চার পায়ে বসি। কুমির নই, বাঘতো নইই, আস্ত মানুষ কিন্তু গিলি। &....
আসুন শিখি মজার ধাঁধা (পর্ব-২)
প্রকাশিত ৬ এপ্রিল, ২০১৮ | আপডেট: ২৮ ফেব্রুয়ারী, ২০২১ Basic Article