আপনি যদি টবে গোলাপ চাষ করতে চান তাহলে সিমেন্ট বালি টবে ভর্তি করে শাখা রোপনের পর কাচের বেলাজর দিয়ে ঢেঁকে রাখুন। তা না হলে শাখার মাথায় কিছু কাঁচা গোবর সার দিন। ভিজা রাখার জন্য টবে ৩-৪ বার করে পানি দিন। শিকড় গজানোর আগ পর্যন্ত টবটি ছাঁয়ায় রাখুন। একটি মূলসহ গাছের দ্বারা চোখ কলম করা যায় । রোজ-এজওয়ার্ড, গ্রান্টরোজ, জংলি গোলাপ, কাট গোলাপ প্রভৃতি গোলাপের গাছ রুট স্টক হিসাবে ব্যবহৃত হয়। টবে গোলাপ গাছ রোপন করার সময় নিচের বিষয় গুলোর....
যেভাবে টবে গোলাপ চাষ করবেন
- টবে গোলাপ গাছ রোপন করার সময় নিচের বিষয় গুলোর প্রতি মনোযোগী হন
- যেভাবে সার প্রয়োগ করবেন
- কিভাবে টবের গোলাপের চারায় পানি দিবেন
- টবে গোলাপ চাষের সময় পরিচর্যার নিয়ম
