আপনার শরীরে যতোটুকু পানি ও ফ্লুইড থাকা দরকার তা যখন থাকে না পানিশূণ্যতা তখনি ঘটে। আপনার শরীরের ফ্লুইড কতটুকু হারিয়েছে বা প্রতিস্থাপন করা হয়নি তার ভিত্তিতে এটি হালকা, মাঝারী বা তীব্র হতে পারে। তীব্র পানিশূণ্যতা জীবনাশংকা জনক একটা গুরুতর অবস্থা।পানিশূণ্যতা কি কারণে হয়শরীর থেকে বেশি মাত্রায় ফ্লুইড হারিয়ে গেলে বা পর্যাপ্ত ফ্লুইড বা পানি পান না করলেও এটি ঘটতে পারে। তাছাড়া বিভিন্ন কারণে শরীরে পানিশূন্যতা দেখা দেয়।তাদের মধ্যে রয়েছে-১। বেশি মাত্রায় ঘামান....
গ্রীষ্মকালীন সমস্যা- পানিশূণ্যতা
- পানিশূণ্যতা কি কারণে হয়
- পানিশূণ্যতা কি কি লক্ষণ দেখা যায়
- তীব্র পানিশূণ্যতার লক্ষণসমূহ
- ইগজ্যাম ও টেস্টসমূহ
- পানিশূন্যতা কি করণীয়
