হাড়ের বাইরের স্তরভেঙে যাওয়াকে ফ্র্যাকচার বলে। হাড় বা অস্থির একটি যখন একাধিক অংশে ভেঙ্গে যায় তখনি হাড় ভেঙ্গে যাওয়ার ঘটনা ঘটে। এটা স্পোর্টস ইনজুরি, অ্যাকসিডেন্ট, পেশির সংকোচন, প্রচণ্ড বা সরাসরি আঘাত ও পরোক্ষ আঘাত ইত্যাদির কারণে হতে পারে। আঘাতের কারণে একেক বয়সে একেক ধরনের ফ্র্যাকচার হয়। তাছাড়া ধূমপান, মদপান, হেপারিন থেরাপি, স্টেরয়েড ও এন্টিকনভ্যালসেন্ট ড্রাগ সেবনকারী লোকদের অল্প আঘাতে হাড় ভেঙে যায়। হাড় ভেঙ্গে যাওয়া সচারাচর জীবনের জন্য হুমকি নয়।, ....
ভাঙা হাড় ও ফ্র্যাকচার
প্রকাশিত ১৭ এপ্রিল, ২০১৮ | আপডেট: ২৭ ফেব্রুয়ারী, ২০২১ Basic Article