লং টেলড্ ফিঞ্চ পাখির একটি সুন্দর লম্বা লেজ রয়েছে। অস্ট্রেলিয়ার ফিঞ্চদের মধ্যে এই লং টেলড্ ফিঞ্চ পাখির শারীরিক গঠন খুবই সুন্দর। লং টেলড্ ফিঞ্চ পাখির হাল্কা ছাই রঙ এর মাথায় গাঢ় কমলা রঙ এর ঠোঁট, ঠিক তাঁর নীচে বুকের ওপর কালো রঙ এর গোলাকার দাগ এই পাখিটিকে অত্যন্ত আকর্ষণীয় করে তোলে। এদের শরীরের বাকী অংশের রঙ হাল্কা বাদামী। গাঢ় লাল রঙ এর পায়ের ঠিক ওপরের দিকে শরীরের দুপাশেই চওড়া কালো ও তাঁর পাশে সাদা দাগ থাকে। লং টেলড্ ফিঞ্চ পাখিকে কিভাবে খাবার খাওয়াবে....
লং টেলড্ ফিঞ্চ পাখি পালন
- লং টেলড্ ফিঞ্চ পাখিকে কিভাবে খাবার খাওয়াবেন
- লং টেলড্ ফিঞ্চ পাখির স্ত্রী ও পুরুষ পাখি চেনার উপায়
- লং টেলড্ ফিঞ্চ পাখির ডিম ও বাচ্চা দেওয়ার সঠিক সময়
