অনেক সময় দেখা যায় যে পাখি ডিম দিচ্ছে কিন্তু ডিমের মধ্যে বাচ্চা আসছে না অথবা বাচ্চা ডিমের মধ্যেই মারা যাচ্ছে। এরকম নানা সমস্যায় পড়তে হয়। এর কারণ হল ১। ডিমের মধ্যে হলুদ অংশ আছে যা তৈরি হয় ডিম্বকোষ থেকে। এই হলুদ অংশ oviduct এর উপর থেকে নামার সময় ডিমের সাদা অংশ দ্বারা ঢেকে যায়। ২। ভ্রূণ বৃদ্ধির সময় ডিমের এই হলুদ ও সাদা অংশ কাজে লাগে। oviduct এর নীচের অংশে ডিমের এই হলুদ অংশ এবং সাদা অংশ দুটি শক্ত পর্দার দ্বারা ঢেকে থাকে। এটা আসলে ক....
পাখির ডিম ও বাচ্চার নানা সমস্যা
প্রকাশিত ১১ জুন, ২০১৮ | আপডেট: ২৭ ফেব্রুয়ারী, ২০২১ Basic Article