আমাদের দেশে চিংড়ি খুবই জনপ্রিয় ও সুস্বাদু মাছ। অন্যান্য মাছের চেয়ে চিংড়ি মাছের বাজার মূল্য একটু বেশি। দেশের প্রায় সকল এলাকার স্বাদু পানির জলাশয় গলদা চিংড়ি চাষের জন্য উপযুক্ত। ঘের বলতে বোঝায়, নিচু ধানের জমি যার চারপাশে উঁচু জমি অথবা মাটির শক্ত বাঁধ দেয়া এলাকা। বর্ষাকালে ঘের পানিতে ভরে যায় বলে এই মৌসুমে ধান চাষ করা সম্ভব হয় না। ঘেরে প্রথমে ধান চাষের পর সেখানে চিংড়ি চাষ করা যায়। আবার চিংড়ি আহরণ করার পর সেখানে ধান চাষ করা যায়। আমাদের দে....
ঘের পদ্ধতিতে গলদা চিংড়ির চাষ
- গলদা চিংড়ির বৈশিষ্ট্য
- বাঁধ নির্মান
- ঘেরের নালা
- পানি নিষ্কাশনের ব্যবস্থা
- নালা শুকানো, কাদা অপসারণ ও চাষ দেওয়া
- চুন ও সার দেওয়া
- পানির উৎস
- পরিচর্যা
- ছোট চিংড়ি মজুদ
- জুভেনাইল ছাড়ার সময়
- খাদ্য
- অন্যান্য ব্যবস্থাপনা
- গলদা চিংড়ি সংগ্রহ
