আমরা কি জানি বরফ কিভাবে তৈরি হয়? আসলে যখন পানির তাপমাত্রা অত্যন্ত কমানো হয় তখন এটি তার অবস্থার পরিবর্তন করে তরল থেকে কঠিনে পরিণত হয়। পানির এই অবস্থাকেই বরফ বলে। যে তাপমাত্রায় পানি বরফে পরিণত হয় তাকে পানির হিমায়ক এবং এ প্রক্রিয়াটিকে হিমায়িতকরণ বলে। ....
কিভাবে বরফ হয়?
প্রকাশিত ৬ এপ্রিল, ২০১৮ | আপডেট: ১৮ এপ্রিল, ২০২১ Basic Article