পেন্সিল বানানো শেষ করে বাক্সে রাখার আগে লোকটা পেন্সিলটাকে একবার তুলে নিল। সে পেন্সিলটাকে বলল, মানুষের হাতে তুলে দেয়ার আগে তোমাকে জানিয়ে দেই। পাঁচটি জিনিস সবসময় খেয়াল রাখবে এবং মেনে চলবে। তাহলে তুমি পৃথিবীর সেরা পেন্সিল হতে পারবে। প্রথমত: তুমি ভালো ভালো অনেক কিছু করতে পারবে। কিন্তু তার জন্য কোন একজনের হাতে তোমাকে ধরা থাকতে হবে। দ্বিতীয়ত: সময়েসময়ে ধারালো শার্পনারের ব্যথা তোমাকে সহ্য করতে হবে। কিন্তু আরও উপযুক্ত পেন্সিল হতে সেই ব্যথার প্রয়োজন আছ....
পেন্সিলের গল্প
