এক বনে এক শক্তিমান বৃক্ষ ছিল। সে ছিল লম্বা এবং শক্তিমান। সেই বিশাল বৃক্ষের পাশেই ছিল একটি ছোট্ট লতা। বৃক্ষ লতাকে বলত, “আমি বিশাল এবং শক্তিশালী। কেউ আমাকে হারাতে পারবে না।” লতা বলত, “এত বড়াই ভালো না।” বৃক্ষ এসব পাত্তাই দিত না। নিজেকে ছাড়া সে কিছুই বুঝত না। একদিন ঝড়ো বাতাস বইল। বৃক্ষ মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকল। লতা উবু হয়ে ঝড় থেকে নিজেকে রক্ষা করল। এইটা দেখে বৃক্ষ লতাকে নিয়ে তামাশা করতে থাকল। আরেকদিন আরেকটি ঝড় উঠল। লতা এইবারও যথারীতি মাথা নিচু....
শক্তিমান এবং দুর্বল
