দুই ঘোড়া মিলে ভারী গাড়িকে টেনে তুলছিল খাড়া ঢাল বেয়ে। পরিশ্রমে তাদের জান প্রায় বের হয়ে যাবার দশা। একটা টু শব্দও না করে তারা প্রাণপনে গাড়ি টানতে লাগল।কিন্তু গাড়ির চাকার আংটা থেকে বিকট শব্দে প্রতিবাদ আসতে লাগল। ঘোড়া যত শক্তি দেয়, চাকার আংটা মিহি থেকে তত তীব্র স্বরে ক্যাঁচক্যাঁচ করে ওঠে।আংটা থেকে তারা তাদের মনযোগ সরানোর চেষ্টা করল। কিন্তু সেই উদ্ভট আর্তনাদ উপেক্ষা করা প্রায় অসম্ভব। অতিশয় বিরক্তি সহকারে তারা গাড়ি টানতে থাকল।শেষে যখন তারা ঢাল পার হল, ত....
ঘোড়া এবং ঘোড়ার গাড়ির চাকা
