
দুর্ঘটনা ও প্রাথমিক চিকিৎসা
প্রতি বছরেই নানান জায়গায় বিভিন্ন দুর্ঘটায় মানুষকে মরতে বা আহত হতে দেখা যায়। জরুরী চিকিৎসা সেবা পৌঁছার পুর্বে যদি প্রাথমিক চিকিৎসা দেয়া যায় তবে বহু মৃত্যুর কবল থেকে অধিকাংশ ক্ষেত্রে রক্ষা পাওয়া যায়। কেউ যদি আহত হয়ে থাকে তবে আমাদের উচিত প্রথমে তাকে পরীক্ষা করে দেখা কোথায় জখম পেয়েছে। যদি সম্ভব হয় আহত ব্যক্তিকে নিরাপদ জায়গায় নিয়ে আসা ও যত দ্রুত সম্ভব তার চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করা। কেউ যদি জ্ঞান হারিয়ে ফেলে কিন্তু তার শ্বাসক্রিয়া চলছে ও অন্য কোন সম....

বী পয়জনিংও প্রাথমিক চিকিৎসা
বী পয়জনিং বলতে একটা মৌমাছির তীক্ষ্ণ ধারালো হুল থেকে প্রাপ্ত ভেনাম এর প্রতি শরীরের একটা মারাত্নক প্রতিক্রিয়া বোঝায়। মৌমাছির হুল ফুটানো বিষ খুবই যন্ত্রণাদায়ক। সচারাচর মৌমাছির তীক্ষ্ণ ধারালো হুল একটা মারাত্নক প্রতিক্রিয়া সৃষ্টি করে না। তারপরেও যদি আপনি মৌমাছির হুলের প্রতি অ্যালার্জিপ্রবণ হয়ে থাকে কিংবা বহু মৌমাছির হুল বিদ্ধ হয়ে থাকে তবে আপনি সম্ভবত বহু প্রতিক্রিয়া উপলব্ধি করতে পারেন। বী পয়জনিং-কে apitoxin poisoning বা apis virus poisoningও বলা হয়....

জলাতংক
জলাতংক ভাইরাস দ্বারা সৃষ্ট একটি মারাত্মক রোগ। Rabies Virus নামক একধরণের নিউরোট্রপিক ভাইরাস দিয়ে এই রোগ হয়ে থাকে। এটি সংক্রমিত প্রাণী থেকে মানুষের মধ্যে ছড়ায়। সংক্রমিত প্রাণীর কামড়া, আচড় বা লালার সংস্পর্শে কেউ আসলে যে কেউই আক্রান্ত হতে পারে। য..

পুড়ে গেলে তৎক্ষণাৎ করনীয়
শরীরের কোথাও পুড়ে যাওয়া মানে সেই স্থান ক্ষতিগ্রস্থ হওয়া, বিশেষ করে দেহের তন্ত্রগুলো। আগুনে পোড়া ও গরম তরল পদার্থে পোড়া রোগীর ত্বক ভীষণভাবে তাপ দিয়ে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। পুড়ে যাওয়া জায়গা খুব জ্বালা করে, ফোস্কা পড়ে, কালো বা লাল হয়ে যায়, আক্রান্ত স্থান ফুলে যায়, ত্বক খসে যায় ও চোট লাগে। পোড়ার কারণগুলো হল- আগুন, গরম তরল পদার্থ, গরম বস্তু স্পর্শ, রাসায়নিক বার্ন, বৈদ্যুতিক বার্ন। এগুলো গৃহ ও শিল্প-এলাকাসমূহে আগুন লাগা, কার দুর্ঘটনা, হিটার, চুল....