
আসুন শিখি মজার ধাঁধা (পর্ব-৬)
১. তিন অক্ষরে নাম মোর নাচতে পারি ভাল, শেষের অক্ষর বাদ দিলে মারতেও পারি ভাল। ২. তিন অক্ষরে নাম ভাই আছে দুনিয়ায়, শেষের অক্ষর বাদ দিলে ভাই, বাংলায় অর্থ তৈরি হতে হয়। ৩. তিন বর্ণে নাম যার অনেকেই খায়, পেট কেটে দিলে তা তাক হয়ে যায়। শেষ বর্ণ বিহনে সেজে পিতলেতে রয়, বড়ো নবীন ভাই-বোনেরা কোন সে বস্ত হয়। ৪. তোমার বৌ তুমি গেলে দেয় না, কিন্তু আমি গেলে দেয়। ৫. তোর দেশেতে সূর্য ওঠে, সকাল বেলা ভোর বেলাতে, বলতো দেখি কোন দেশেতে, সূর্য ওঠে....

আসুন শিখি মজার ধাঁধা (পর্ব-২)
১. আমি যাকে মামা বলি, বাবাও বলে তাই, ছেলেও মামা বলে, মাও বলে তাই। ২. আমি যখন এলাম, কেন তুমি এলেনা তুমি যখন এলে, কতো কি খেলে, একবার গেলে, ফের তুমি এলে, কিন্তু হায়! বৃদ্ধাকালে তুমি ছেড়ে গেলে। ৩. আট চালা ঘর তার, একটিই খুটি, ঘর বন্ধ করতে হলে, তার টিপতে হয় টুটি। ৪. আট পায়ে চলি আমি, দিবা রাত্র ধরে। জালেই বসে করছি শিকার, জালটা যেই নড়ে। ৫. আট পায়ে চলি আমি, চার পায়ে বসি। কুমির নই, বাঘতো নইই, আস্ত মানুষ কিন্তু গিলি। &....

মজার কৌতুক পর্ব ১৩
১। শিক্ষক ও ছাত্রের মধ্যে কথোপকথনঃ শিক্ষকঃ সাকিব বল তো বাংলায় কাল কত প্রকার ও কি কি? সাকিবঃ স্যার চার প্রকার। শিক্ষকঃ কী কী? সাকিবঃ ১। গতকাল ২। সকাল ৩। বিকাল ৪। আগামীকাল তবে এর বাইরে আছে সমকাল, ক্ষনকাল, ইহকাল, পরকাল ২। বাবা ও ছেলের মধ্যে কথোপকথনঃ ছেলেঃ বাবা, বাবা ! ভাইয়া না একটা পোকা খেয়ে ফেলেছে। বাবাঃ কী বলিস? সর্বনাশ হয়ে গেছে! ছেলেঃ ভয়, পেয়ো না আমি সঙ্গে সঙ্গে ভাইয়াকে পোকা মারার ভিষ খাইয়ে দিয়েছি। ৩। গৃহশিক্ষক ছাত্র পড়াচ্ছেন....

মজার কৌতুক পর্ব ১১
১। এক পাড়ার মাস্তান পুলিশের গুলিতে মারা গেছে, তাকে দাফন করার জন্য আর নয় সঙ্গীরা বাড়ি প্রতি দশ টাকা করে চাঁদা আদায় করছে। এক বাড়িতে যাওয়া মাত্র বাড়িওয়ালা বড় আকারের নোট বের করে দিলেন। না, দাদা, দশ টাকা দিলে হবে। না না একশত টাকা রাখ পরের নয় জনের জন্য আগাম দিলাম। ২। ইংরেজি ভাষার ক্লাস নেওয়ার জন্য শিক্ষক ক্লাস রুমে ঢুকলেন।ছাত্ররা দাঁড়িয়ে তাকে সম্মান জানালো। শিক্ষক চেয়ারে বসে জনৈক ছাত্রের উদ্দেশ্যে প্রশ্ন করলেনঃ শিক্ষকঃ তোমার বাবার ....