
তৈলাক্ত চুল
তৈলাক্ত চুলের চেয়ে বেশী হতাশাজনক আর কিছুই হতে পারেনা। নিচের ধাপগুলি মেনে চললে আপনার সুন্দর চুল হতে পারে এবং প্রচুর প্রশংসা লাভ করবেন: ১। হালকা শ্যাম্পু দিয়ে আপনার চুল ধুয়ে ফেলুন এবং এক ক্যান বিয়ারে খুব ভাল করে আপনার ভেজা চুল মালিশ করুন। এবার পানি দিয়ে ধোয়ার পর তোয়ালে দিয়ে শুকনো করে নিন। ২। পানি ও মুলতানি মাটি দিয়ে পেস্ট তৈরি আপনার মাথার চুল ও তালুতে লাগান। লাগানোর পর ২৫/৩০ মিনিট বসে থাকুন। এরপর পানি দিয়ে ভাল করে ধুয়ে নিন।....

চুলের যত্ন
নিচের ধাপগুলি মেনে চললে আপনার সুন্দর চুল হতে পারে যা আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি করবে এবং প্রচুর প্রশংসা লাভ করবেন ১। প্রতিদিন অন্তত আট গ্লাস পানি পান করুন। ২। উপযুক্ত ভারসাম্যের প্রোটিন ও ভিটামিনযুক্ত খাবার আপনার চুলকে চকচকে রাখবে। ৩। ছয় সপ্তাহ অন্তর আপনার চুল সামান্য ছেঁটে রাখুন। ৪। চুলে গরম পানি ব্যবহার করবেন না, বরং ঠাণ্ডা পানি ব্যবহার করুন। ৫। আপনার ব্রাশ বা চিরুনি সপ্তাহে অন্তত একবার পরিস্কার করুন। ৬।....

চুলের উকুন ধ্বংসে ঘরোয়া পদ্বতি
আমাদের দেশের অধিকাংশ নারীরা উকুনের যন্ত্রণায় ভোগেন ও অস্থির হয়ে উঠে। উকুনের যন্ত্রণায় অনেকে রাতে ঠিকমত ঘুমাতে পারেন না। মাথার চুলের উকুন ধ্বংস করার জন্য অনেকে অনেক রকম জিনিস ব্যবহার ও অনেক টাকা পয়সা খরচ করেছেন। কিন্তু কিছুতেই মাথার চুল থেকে উকুন দূর করতে পারেননি। ফলে উকুনের যন্ত্রণায় অনেকে নিজেকে লুকায়য়িত রেখেছেন। তাই তাদের জন্য আজকের এই লেখা। আপনি আজই উকুন ধ্বংসের জন্য যা যা ব্যবহার করেছেন তা সব কিছু বাদ দিয়ে মাঝারি আকারের ২টি রসুন বেটে বা....

জেনে নিন চুল পড়া কমানোর কিছু টিপস
চুল পড়া কমানোর কিছু টিপস ১. অতিরিক্ত শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহার করবেন না, বিশেষ করে যেগুলো আপনার চুলের ঘনত্ব কমায়।২. বাসার বাইরে থাকার জন্য যাদের চুল ধুলোবালিতে ময়লা হয় তারা প্রতিদিন বাসায় ফিরে চুল ভালভাবে ধুয়ে ফেলুন এবং সপ্তাহে অন্তত ৩দিন চুলে শ্যাম্পু করুন।৩. গোসলের পর চুল তোয়ালে দিয়ে জোরালোভাবে না মুছে স্ট্যান্ড ফ্যান এ শুকিয়ে নিন। হেয়ার ড্রায়ার ব্যবহার করবেন না।৪. বেশিক্ষণ চুলে তেল রাখবেন না।৫. চুল সবসময় শুষ্ক রাখার চেষ্টা করুন।৬. চুল সুন্দ....