Yes! We should know this!
অবশ্যই আমাদের যা শিখা ও জানা উচিত।
অবশ্যই আমাদের যা শিখা ও জানা উচিত।
যে সব বস্তু বা গ্যাস যথেষ্ট পরিমাণে শরীরে প্রবেশ করলে প্রাণের ক্ষতি বা বিনাশ করে তাদের বিষ বলা হয়৷ এগুলি তিন ভাবে শরীরে প্রবেশ করতে পারে ১. ফুসফুসের মাধ্যমে৷ ২. ত্বকের মাধ্যমে৷ ৩. মুখ দিয়ে৷ বিষে আক্রান্ত ব্যক্তির কিছু গুরুত্বপূর্ণ বাধা-নিষেধ ১. কখনো বাচ্চাদের হাতের নাগালে ট্যাবলেট বা ওষুধপত্র রাখা যাবে না৷ এসব একটি তালাবন্ধ দেরাজে রাখতে হবে, হাতের নাগাল থেকে যথেষ্ট দূরে (যেমন হতে পারে আলমারির মাথায়) ২. কখনো ট্যাবলেট বা ওষুধ অনেক দিন ধরে জমি....
আসুন জেনে নেই বাষ্প কি? আমরা সবাই জানি পানি তিন অবস্থায় থাকতে পা্রে- কঠিন, তরল ও বায়বীয়। যখন পানির তরল অবস্থা তাপ দিয়ে ফুটানো হয়, তখন তরল অবস্থা থেকে গ্যাসীয় অবস্থায় পরিণত হয়। এটা বাষ্প নামেও পরিচিত। বাষ্প ঠান্ডা হয়ে তার অবস্থার পরিবর্তন করে পুনরায় পানিতে পরিণত হয়। এই প্রক্রিয়াকে বলা হয় ঘনীভবন। ....
বায়ু পৃথিবীকে চারদিক থেকে ঘিরে আছে। পৃথিবীর গ্রাভিটি বায়ুকে ধরে রাখে। বায়ুই পৃখ
যখন সূর্য তাপ দেয়, ডোবার পানি তার রূপগত অবস্থার পরিবর্তন করে পানি থেকে গ্যাসে পরিণত হয়। এই প্রক্রিয়াকে বলা হয় বাষ্পীভবন। আসলে বলতে পারি ডোবার পানি বাষ্পীভূত হয় অর্থাৎ পানি বাষ্পে পরিণত হয়ে বাতাসের সাথে মিশে যায়, ক্রমান্নয়ে ডোবার পানি শুকিয়ে যায়। এরুপভাবে যখন আমরা কাপড় রোদে শুকাতে দিই ঠিক একই প্রক্রিয়া এটা শুকিয়ে যায় । ....